সোডিয়াম কার্বনেট বা কাপড় কাচা সোডা

0
553

সোডিয়াম কার্বনেট বা কাপড় কাচা সোডার গঠন

একি সোডিয়াম কার্বনেট অণুর মধ্যে দুটি সোডিয়াম পরমাণু একটি কার্বন পরমাণু এবং তিনটি অক্সিজেন পরমাণু থাকে। কস্টিক সোডার সঙ্গে কার্বন-ডাই-অক্সাইড এর বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়।

সোডিয়াম কার্বনেট বা কাপড় কাচার সোডার প্রকৃতি

  • সোডিয়াম কার্বনেট বা কাপড় কাচার সোডার প্রকৃতি নিম্নরূপ
  • ক) সোডিয়াম কার্বনেট হলো এসিড লবণ ও অজৈব লবণ।
  • খ) সোডিয়াম কার্বনেট কঠিন, স্ফটিকাকার এবং দেখতে সাদা।
  • গ) কাপড় কাচার সোডার কোন গন্ধ নেই
  • ঘ) কাপড় কাচার সোডার প্রতি অণুতে দশ অনু কেলাস জল যুক্ত থাকে।
  • ঙ) সোডিয়াম কার্বনেট কেলাস উদত্যাগী পদার্থ। খোলা বাতাসে রাখলে 9 অনু কেলাস জল বায়ুর মধ্যে চলে যায়, অবশিষ্ট এক অনু কেলাস জল পড়ে থাকে। তখন কেলাস গঠন ভেঙে গুঁড়ো পরিণত হয়। একেই কাপড় কাচা সোডা বলে
  • চ) সোডিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে অনার্দ্র সোডিয়াম কার্বনেটে পরিণত হয়। অনাদ্র এই লবণকে সোডা ভস্ম বলে।
  • ছ) সোডিয়াম কার্বনেট জলে দ্রাব্য, জলীয় দ্রবণে ক্ষারের ধর্ম প্রকাশ পায়।
  • জ) সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস চালনা করলে সোডিয়াম বাই কার্বনেট বা খাবার সোডা উৎপন্ন হয়।
  • ঝ) সোডিয়াম কার্বনেটকেতীব্রভাবে উত্তপ্ত করলে 786 ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে যায় কিন্তু বিয়োজিত হয় না।

সোডিয়াম কার্বনেটের ব্যবহার

  • সোডিয়াম কার্বনেটের ব্যবহার নিম্নরূপ
  • আমাদের দৈনন্দিন জীবনে এবং নানা শিল্পে সোডিয়াম কার্বনেট প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়।
  • ক) জামা কাপড় পরিষ্কার করার জন্য প্রাচীনকাল থেকে এর ব্যবহার চলে আসছে।
  • খ) কস্টিক সোডা, কাচ, সাবান প্রভৃতি প্রস্তুতিতে প্রধান উপাদান হিসেবে সোডিয়াম কার্বনেট ব্যবহৃত হয়।
  • গ) বস্ত্র এবং কাগজ শিল্পে ব্যবহৃত হয়
  • ঘ) জলের খরতা দূরীকরণে ব্যবহৃত হয়।
  • ঙ) পরীক্ষাগারে বিকারক হিসাবে ব্যবহৃত হয়।
  • চ) সোডিয়াম কার্বনেট বেকিং পাউডার প্রস্তুতিতে ব্যবহৃত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here