সালফার (S): এর উৎস, রূপভেদ ও ব্যবহার

0
859

এই আলোচনায় আমরা সালফার, তার উৎস, ব্যবহার, রূপভেদ, সংকেত, যোজনী ও পারমাণবিক গুরুত্ব সম্বন্ধে জানবো।

সালফারের সংকেত S
সালফারের যোজনী ও যোজ্যতা 2, 4, 6
সালফারের পারমাণবিক গুরুত্ব 32

সালফারের উৎস

সালফারকে মুক্ত অবস্থায় আগ্নেয়গিরি অঞ্চলে পাওয়া যায়। মুক্ত অবস্থায় অগ্ন্যুৎপাতের সময় লাভার সঙ্গে সালফার বের হয়। আমেরিকার টেক্সাস এবং লুইজিয়ানায় পৃথিবীর বৃহত্তম সালফার খনি আছে। পৃথিবীতে যত সালফারের প্রয়োজন হয় তার 1/3 ভাগ সালফার এই দুই খনি থেকে উঠে। প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত এই সালফারকে ব্রিমস্টোন বলে।

সালফাইডরূপে সালফার

সালফারকে সালফাইডরূপে, কপার পাইরাইটিস (Cu2S,Fe,S3), আয়রন পাইরাইটিস FeS2, কপার গ্লান্স (Cu S), গ্যালেনা PbS, জিঙ্ক ব্লেন্ড ZnS, সিনাবার HgS, এবং অন্যান্য খনিজ পাওয়া যায়।

সালফেটরূপে সালফার

  • সালফারকে সালফেটরূপে, জিপসাম (CaSO4, 2H2O) কাইসেরাইট (MgSO4,H2O), ব্যারাইটিস (BaSO4), আঙ্গলেসাইট (PbSO4), কেইনাইট (KCl, MgSO4, 3H2O) প্রভৃতির মধ্যে পাওয়া যায়।
  • পেঁয়াজ, রসুন, সরষের তেল, ডিম প্রভৃতির মধ্যে সালফার বর্তমান।
  • ভারতের আসাম বিহার উড়িষ্যায় আয়রন সালফাইডরূপে সালফার পাওয়া যায়। ভারতে মুক্ত অবস্থায় সালফার পাওয়া যায় না।

সালফারের রূপভেদ

  • সালফারের রূপভেদ সাধারণত দু’রকমের হয় যথা
  • ক) কেলাসাকার, যেমন রম্বিক সালফার, এবং মনোক্লিনিক সালফার
  • খ) অনিয়তাকার, যেমন প্লাস্টিক সালফার, কলয়েডীয় সালফার

সালফার এর ব্যবহার

  • সালফারের ব্যবহার নিম্নরূপ
  • ১. সালফারকে বাতাসের মধ্যে পুড়িয়ে সালফার-ডাই-অক্সাইড উৎপন্ন করা methandienone হয়। SO2 বিরঞ্জকরূপে ব্যবহার করা হয়। এই সালফার-ডাই-অক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড, ক্যালসিয়াম বাই সালফাইট [Ca(HSO3)2] প্রস্তুত করা হয়।
  • ২. সালফার থেকে বিভিন্ন প্রয়োজনীয় সালফারের যৌগ উৎপন্ন করা হয়। যেমন কার্বন ডাই সালফাইড, যা জৈব দ্রাবকরূপে ব্যবহৃত হয়। সোডিয়াম থায়োসালফেট ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়, ক্যালসিয়াম সালফাইট কাগজ শিল্পে ব্যবহৃত হয়, সালফার-ক্লোরাইড দ্রাবক রূপে ব্যবহৃত হয়।
  • ৩. বারুদ এবং কৃত্রিম রাবার প্রস্তুতিতে, বাজি এবং ধুপ প্রস্তুতিতে ও দেশলাই শিল্পে সালফার ব্যবহৃত হয়।
  • ৪. কীটনাশক ওষুধ ও মলম প্রস্তুতিতে সালফার ব্যবহার করা হয়।
  • ৫. সালফারের ধোঁয়াকে জীবাণুনাশক রূপে ব্যবহার করা হয়।

হাইড্রোজেন সালফাইড | H2S এর ব্যবহার ও ধর্ম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here