ইথিলিন – ইথিলিনের ব্যবহার, ধর্ম, সংকেত

1
853

ইথিলিন হলো অলিফিন জাতীয় অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সরলতম যৌগ। ইথিলিনের অণুর মধ্যে দুটি কার্বন ও চারটি হাইড্রোজেন পরামানু পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে।

ইথিলিনের উৎস

১. কোল গ্যাস এবং পেট্রোলিয়াম খনির প্রাকৃতিক গ্যাসে ইথিলিন পাওয়া যায়।
২. তেল শোধনাগারে,পেট্রোলিয়ামের তাপ বিয়োজন প্রক্রিয়ায় উচ্চমানের তেল উৎপাদনের সময় উপজাত হিসেবে প্রচুর পরিমাণে ইথিলিন পাওয়া যায়।
৩. ইথাইল অ্যালকোহল বাষ্পকে 300°-355°C উষ্ণতায় উত্তপ্ত অ্যালুমিনা অনুঘটকের উপর দিয়ে চালনা করে শিল্পক্ষেত্রে ইথিলিন প্রস্তুত করা হয়।
৪. ইথাইল অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক এসিডের উপস্থিতিতে 165°C-180°C উষ্ণতায় উত্তপ্ত করলে C2H5OH থেকে জলের অনু অপসারিত হয় এবং ইথিলিন গ্যাস উৎপন্ন হয়।
C2H5OH+H2SO4=C2H4+H2O+H2SO4

ইথিলিনের ব্যবহার

আমরা বিবিধ ক্ষেত্র ইথিলিনের ব্যবহার করে থাকি।
১. ইথিলিন গ্যাসের প্রধান ব্যবহার হলো ফল ব্যবসায়ে। কৃত্রিমভাবে ফলের সংরক্ষণ অর্থাৎ পচন থেকে রক্ষা করার জন্য এবং কাঁচা ফল পাকাতে এই গ্যাস ব্যবহার করা হয়ে থাকে।
২. পলিথিন বা পলিইথিলিন প্লাস্টিক প্রস্তুতিতে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করা হয়।
৩. এছাড়াও ইথাইল অ্যালকোহল, ডাই অক্সেন, ইথিলিন ডাই ক্লোরাইড, ইথিলিন গ্লাইকল প্রভৃতি প্রস্তুতিতে ইথিলিনের ব্যবহার হয়।
৪. যুদ্ধের সময় মাস্টার্ড গ্যাস নামে বিষাক্ত গ্যাস প্রস্তুতিতে ইথিলিন ব্যবহার করা হয়।
৫. শল্য চিকিৎসায় চেতনানাশক হিসেবে ইথিলিন এবং অক্সিজেনের মিশ্রণকে ব্যবহার করে রোগীকে অজ্ঞান করা হয়।উল্লেখ্য যে চেতনানাশক দ্রব্যতে 80% ইথিলিন এবং 20% অক্সিজেন থাকে।
৬. কৃত্রিম রাবার প্রস্তুতিতে ইথিলিন ব্যবহার করা হয়।

ইথিলিনের ধর্ম

প্রত্যেকটি পদার্থের মত ইথিলিনেরও নিজস্ব ধর্ম বর্তমান। যেমন
১. ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন।
২. এটি বর্ণহীন ও মৃদু মিষ্টি গন্ধযুক্ত গ্যাস।
৩. ইথিলিন একটি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন।
৪. এটি একটি দাহ্য গ্যাস। বায়ু বা অক্সিজেনের সংস্পর্শে আসলে উজ্জ্বল শিখায় জ্বলে ওঠে এবং কার্বন ডাই অক্সাইড ও জলীয়বাষ্প উৎপন্ন করে।
C2H4+3O2=2CO2+2H2O
৫. এই গ্যাসটি প্রায় বায়ুর সমান ভারী এবং জলে সামান্য দ্রাব্য।
৬. ইথিলিন লাল রঙের ব্রোমিন জলকে বর্ণহীন করে। কিন্তু এমোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া করতে পারেনা।

ইথিলিন সম্পর্কিত প্রশ্নোত্তর

ইথিলিনের সংকেত কি

ইথিলিনের সংকেত হলো C2H4

ইথিলিনের গঠন

ইথিলিনের একটি অনুর মধ্যে দুটি কার্বন পরমাণু এবং চারটে হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে।ইথিলিন-ইথিলিনের ব্যবহার ধর্ম সংকেত

আরও পড়ুন


1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here