ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য ও তুলনামূলক বৈশিষ্ট্য

0
1214

আমরা জানি ইলেকট্রন প্রোটন ও নিউট্রন হল পরমাণুর মূল কনা। এদের সংখ্যার উপর বিচার করে মৌলিক পদার্থের রাসায়নিক ধর্মের আমূল পরিবর্তন করতে পারে। ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন এই তিনটি কনা কখনো আবেগ একে অপরের সঙ্গে বৈশিষ্ট্যগতভাবে মিলে যায় আবার কখনো একে অপরের সঙ্গে সম্পূর্ণ ভিন্ন মেরুর ধর্মের পরিচয় দেয়। এই আলোচনাপর্বতে আমরা ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের তুলনামূলক বৈশিষ্ট্য জানব। আমরা আলোচনা করব ইলেকট্রন প্রোটন ও buy methenolone enanthate online নিউট্রনের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বা পার্থক্য সম্বন্ধে।

সূচীপত্র দেখতে ক্লিক করুন show

ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের তুলনামূলক বৈশিষ্ট্য

ইলেকট্রন eপ্রোটন pনিউট্রন n
অবস্থানইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাইরে অবস্থান করে।প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে।নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে।
উৎপত্তিক্যাথোড রশ্মির মধ্যে ইলেকট্রন পাওয়া যায়।হাইড্রোজেন গ্যাস থেকে উৎপন্ন পজিটিভ রশ্মির মধ্যে প্রোটিন পাওয়া যায়।বেরিলিয়াম পরমাণুকে আলফা কণা দিয়ে আঘাত করলে নিউট্রন পাওয়া যায়।
ভরইলেকট্রনের ভর 9.11×10-28 গ্রাম একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1837।প্রোটনের ভর 1.6725×10-24 গ্রাম বা একটি হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় সমান। প্রোটন ইলেকট্রন এর চেয়ে প্রায় 1837 গুণ ভারী।নিউট্রনের ভর 1.675×10-24 গ্রাম বা হাইড্রোজেন পরমাণুর ভরের প্রায় সমান। নিউট্রন ইলেক্ট্রন 1839 গুণ ভারী।
আধানইলেকট্রনের তড়িৎ আধানের পরিমাণ 1.602×10-19 কুলম্ব বা 4.8×10-10 ইলেকট্রোস্ট্যাটিক একক । আধানের প্রকৃতি ঋণাত্মক।প্রোটনের তড়িৎ আধানের পরিমাণ 1.602×10-19 কুলম্ব বা 4.8×10-10 ইলেকট্রোস্ট্যাটিক একক । আধানের প্রকৃতি ধনাত্মক।নিউট্রনের কোন তড়িৎ আধান নেই কারণ নিউট্রন তড়িৎ নিরপেক্ষ কণা।
ব্যাসার্ধইলেকট্রনের ব্যাসার্ধ 2.8×10-13 সেন্টিমিটার বা 2.8 ফার্মি প্রায়।প্রোটনের ব্যাসার্ধ 1.2×10-13 সেন্টিমিটার বা 1.2 ফার্মি প্রায়।নিউট্রনের ব্যাসার্ধ 1.2×10-13 সেন্টিমিটার বা 1.2 ফার্মি প্রায়।
ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের তুলনামূলক বৈশিষ্ট্য

পরমাণু সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথমেই যে দুটি কণার নাম আগে মনে ভেসে আসে তাহলে ইলেকট্রন ও প্রোটন। এই দুটি মূল করার মধ্যে বেশ কিছু সাদৃশ্য এবং কিছু বৈসাদৃশ্য বর্তমান। নিচের টেবিল দুটিতে ইলেকট্রন ও প্রোটন এর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য (পার্থক্য) সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

ইলেকট্রন ও প্রোটনের মধ্যে সাদৃশ্য

ইলেকট্রনপ্রোটন
ইলেকট্রন পরমাণুর স্থায়ী প্রকৃতির প্রাথমিক কনা।প্রোটন স্থায়ী প্রকৃতির প্রাথমিক কনা।
ইলেকট্রন হল পরমাণুর মূল উপাদান।প্রোটনও পরমাণুর মূল উপাদান।
ইলেকট্রন তড়িৎ গ্রস্ত কণা।প্রোটন পরমাণুর তড়িৎ গ্রস্ত কণা।
পরমাণুর ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যার সমান।পরমাণুর প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সমান।
ইলেকট্রন তড়িৎ আধানের পরিমাণ প্রোটনের তড়িৎ আধানের পরিমাণের সমান।প্রোটনের তড়িৎ আধানের পরিমাণ ইলেকট্রনের তড়িৎ আধানের পরিমাণ এর সমান।
ইলেকট্রন তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।প্রোটনও তড়িৎ ক্ষেত্র ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।
ইলেকট্রন ও প্রোটনের মধ্যে সাদৃশ্য


ইলেকট্রন ও প্রোটনের বৈসাদৃশ্য বা পার্থক্য

ইলেকট্রনপ্রোটন
ইলেকট্রন নেগেটিভ তড়িৎ গ্রস্ত কনা।প্রোটন পজিটিভ তড়িৎ গ্রস্ত কণা।
ইলেকট্রনের ভর অতি নগণ্য, একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1837 ভাগ।একটি প্রোটনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর প্রায় সমান এবং একটি ইলেকট্রনের ভরের 1837 গুন প্রায়।
ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে আবর্তন করে।প্রোটন পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে।
একটি ইলেকট্রনের ব্যাস প্রায় 5.6×10-28 সেন্টিমিটার বা 5.6 ফার্মি।একটি প্রোটনের ব্যাস প্রায় সেন্টিমিটার বা 2.4 ফার্মি।
পরমাণুতে এক বা একাধিক ইলেকট্রন সংযোজিত হলে বা পরমাণু থেকে এক বা একাধিক ইলেকট্রন অপসারিত হলে আয়নের সৃষ্টি হয়। কিন্তু এই পরিবর্তনে নতুন মৌলের সৃষ্টি হয় না।পরমাণু কেন্দ্র থেকে এক বা একাধিক প্রোটন অপসারিত হলে কিংবা পরমাণু কেন্দ্র কে এক বা একাধিক প্রোটন সংযুক্ত হলে মৌলটির পরিবর্তন ঘটে । ফলে নতুন মৌলের সৃষ্টি হয়।
ইলেকট্রন ও প্রোটনের বৈসাদৃশ্য বা পার্থক্য

প্রোটন ও নিউট্রন কণা দুটি পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে। প্রোটন ও নিউট্রন এই দুটি কণা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে একটি মৌলিক পদার্থের বিভিন্ন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। প্রোটন ও নিউট্রনের মধ্যে প্রচুর সাদৃশ্য এবং বৈসাদৃশ্য বর্তমান। নিচের আলোচনা টেবিল দুটিতে প্রোটন ও নিউট্রনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য (পার্থক্য) বা সম্পর্ক সম্বন্ধে আলোচনা করা হলো।

প্রোটন ও নিউট্রনের মধ্যে সম্পর্ক বা সাদৃশ্য

প্রোটননিউট্রন
প্রোটন পরমাণুর মূল কনা।নিউট্রন পরমাণুর মূল কনা।
পরমাণু স্থায়ী প্রকৃতির কনা।নিউট্রন পরমাণুর স্থায়ী প্রকৃতির কনা।
প্রোটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে।নিউট্রন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে।
প্রোটনের ব্যাস প্রায় 2.4×10-13 সেন্টিমিটার বা 2.4 ফার্মি।নিউট্রনের ব্যাস প্রায় 2.4×10-13 সেন্টিমিটার বা 2.4 ফার্মি।

প্রোটন ও নিউট্রনের পার্থক্য বা বৈসাদৃশ্য

প্রোটননিউট্রন
প্রোটন পজেটিভ চার্জযুক্ত কণা। এর পজিটিভ তড়িৎ এর পরিমাণ 1.602×10-19 কুলম্ব বা 4.8×10-10 ই এস ইউ।নিউট্রন তড়িৎ নিরপেক্ষ কণা।
প্রোটনের ভর 1.6725×10-24 গ্রাম। প্রোটনের ভর হাইড্রোজেনের ভরের প্রায় সমান।নিউট্রনের ভর প্রোটন এর চেয়ে সামান্য বেশি। এর ভর 1.675×10-24 গ্রাম।
পরমাণুর প্রোটন সংখ্যার উপরেই মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে।নিউট্রন পরমাণুর ভর বাড়ায় মাত্র। মৌলের রাসায়নিক ধর্ম নিউট্রন এর উপর নির্ভর করে না।
একই মৌলের পরমাণুর মধ্যে একটি নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকে। যেমন অক্সিজেন এর তিনটি আইসোটোপের মধ্যেই প্রোটন সংখ্যা 8।একই মৌলের বিভিন্ন পরমাণুতে ভিন্ন সংখ্যক নিউট্রন থাকতে পারে। যেমন অক্সিজেনের তিনটি আইসোটোপের মধ্যে নিউট্রন সংখ্যা যথাক্রমে 8, 9 এবং 10টি।
প্রোটন তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।নিউট্রন তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না।
প্রোটনের ভেদন ক্ষমতা খুব কম।নিউট্রনের ভেদন ক্ষমতা অনেক বেশি।
কোন পরমাণুর নিউক্লিয়াস থেকে প্রোটন অপসারিত বা নিউক্লিয়াসে প্রোটন যুক্ত হলে ভর ছাড়াও মৌলের রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে। এবং উভয় ক্ষেত্রেই নতুন মৌলের সৃষ্টি হয়।পরমাণুর নিউক্লিয়াস থেকে নিউট্রন অপসারিত হলে কিংবা নিউক্লিয়াসে নিউট্রন যুক্ত হলে কেবলমাত্র পরমাণুর ভরের পরিবর্তন ঘটে। কিন্তু মৌলটি রাসায়নিক ধর্মের কোনো পরিবর্তন হয় না।

ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সম্পর্কিত প্রশ্নোত্তর

ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন কণা তিনটির মধ্যে কোনটি সবচেয়ে ভারী

ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে সবচেয়ে ভারী কনাটি হল নিউট্রন।

ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে সবচেয়ে কোনটি হালকা কণা

ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের মধ্যে সবচেয়ে হালকা কণাটি হল ইলেকট্রন।

পরমাণুর কোন কোন অংশে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন থাকে

পরমাণুর নিউক্লিয়াসের ছোট্ট স্থানের মধ্যে প্রোটন এবং নিউট্রন কণাগুলি পরস্পর ঠাসাঠাসি করে থাকে। এবং পরমাণুর ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের বাইরে পরমাণুর বাকি অংশে বিন্যস্ত থাকে।

একটি নিউট্রন ও একটি প্রোটন একটি ইলেকট্রনের তুলনায় কত গুণ ভারী।

একটি নিউট্রন একটি ইলেকট্রনের তুলনায় 1839 গুণ ভারী এবং একটি প্রোটন ও একটি ইলেকট্রনের তুলনায় 1837 গুণ ভারী।

নিউট্রনের চার্জের আধানের পরিমাণ কত

নিউট্রন তড়িৎ নিরপেক্ষ কণিকা। অর্থাৎ নিউট্রনের আধানের পরিমাণ ( 0 ) জিরো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here