ক্লোরোফর্ম – ব্যবহার, ধর্ম, উৎস, সংকেত

0
1571

ক্লোরোফর্ম
বিজ্ঞানী লিবিগ 1831 সালে ক্লোরোফর্ম আবিষ্কার করেন। 1847 সালে সিম্পসন নামে জনৈক ডাক্তার ক্লোরোফর্মকে অপারেশন করার সময় চেতনানাশক হিসেবে প্রথম ব্যবহার করেন।
ক্লোরোফর্মের একটি অণু একটি কার্বন পরমাণুর সঙ্গে তিনটি ক্লোরিন পরমাণু এবং একটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে গঠিত হয়।

ক্লোরোফর্মের উৎস

  • ১. পরীক্ষাগারে জলযুক্ত ইথাইল অ্যালকোহল বা অ্যাসিটোনের সঙ্গে ব্লিচিং পাউডার মিশিয়ে পাতিত করলে ক্লোরোফর্ম উৎপন্ন হয়।
  • অ্যাসিটোন
  • ২. লোহাচুর ও স্টিম এর সাহায্যে কার্বন টেট্রাক্লোরাইডকে বিজারিত করে ক্লোরোফরম উৎপন্ন করা হয়।
  • CCl4+2H→(Fe/H2O)→CHCl3+HCl
  • ৩.প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত মিথেনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া দ্বারাও ক্লোরোফরম প্রস্তুত করা যায়
  • CH4+3Cl2=CHCl3+3HCl
  • ৪. একটি কার্বন পরমাণুর সঙ্গে তিনটি ক্লোরিন পরমাণু ও একটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে ক্লোরোফরম অনু গঠন করে।

ক্লোরোফর্মের ব্যবহার

যদিও বিশেষ করে ক্লোরোফরম চেতনানাশক হিসেবে বেশি ব্যবহৃত হয়, তাছাড়াও ক্লোরোফর্মের বহুল ব্যবহার সম্পর্কে নিচে আলোচনা করা হলো

১. শল্য চিকিৎসায় চেতনানাশকরূপে বিশুদ্ধ ক্লোরোফরম ব্যবহার করা হয়।
২. জীববিদ্যায় পচনশীল জৈব পদার্থের নমুনা (উদ্ভিদ ও প্রাণী) সংরক্ষণের ক্লোরোফরম ব্যবহার করা হয়।
৩. তেল, চর্বি, মোম, রজন, রবার প্রভৃতি কতগুলি জৈব যৌগের দ্রাবক রূপে ক্লোরোফরম ব্যবহার করা হয়।
৪. পরীক্ষাগারে বিকারক রূপে ব্যবহার করা হয়।
৫. ওষুধ প্রস্তুতিতে ক্লোরোফরম ব্যবহার করা হয়।
৬. কাপড় পরিষ্কার করার ড্রাইওয়াশে ক্লোরোফরম ব্যবহার করা হয়।

ক্লোরোফর্মের ধর্ম

নিচে ক্লোরোফর্মের ধর্ম সম্বন্ধে পয়েন্ট আকারে আলোচনা করা হলো
১. ক্লোরোফরম জলে অদ্রাব্য।
২. এটি অদাহ্য তরল পদার্থ।
৩. এটি মিষ্টি গন্ধযুক্ত।
৪. জলের তুলনায় ভারী।
৫. অ্যালকোহল ও ইথারে দ্রাব্য
৬. ক্লোরোফর্মের স্ফুটনাংক 61°C
৭. আলোর প্রভাবে ক্লোরোফরম বায়ুর অক্সিজেন দ্বারা ধীরে ধীরে জারিত হয়ে বিষাক্ত কার্বনিল ক্লোরাইড বা ফসজিন গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। তাই বিষাক্ত গ্যাসটির যাতে উৎপন্ন না হতে পারে সেজন্য ক্লোরোফরমকে গাঢ় বাদামী রঙের বোতলে বায়ু নিরুদ্ধ ভাবে রাখা হয়।
৮. কোনরকম বর্ণহীন এবং উদ্বায়ী তরল।

ক্লোরোফর্ম সম্পর্কিত প্রশ্নোত্তর

ক্লোরোফর্মের সংকেত কি

ক্লোরোফর্মের সংকেত হলো CHCl3

খলা বাতাসে রাখলে ক্লোরোফরম বিষাক্ত হয় কেন

সাধারণ তাপমাত্রায় আলোর উপস্থিতিতে ক্লোরোফরম বাতাসের অক্সিজেন দ্বারা ধীরে ধীরে জারিত হয়। এবং কার্বনিল ক্লোরাইড বা ফসজিন গ্যাস এবং হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন করে। যা খুবই ক্ষতিকারক এবং বিষাক্ত। এই কারণে ক্লোরোফর্ম বিষাক্ত হয়

ক্লোরোফরমের গঠন

ক্লোরোফর্মের একটি অণু একটি কার্বন পরমাণুর সঙ্গে তিনটি ক্লোরিন পরমাণু এবং একটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে গঠিত হয়। সংকেত হলো CHCl3ক্লোরোফর্ম ব্যবহার ধর্ম উৎস সংকেত

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here