ব্লিচিং পাউডার এর গঠন
সূচীপত্র দেখতে ক্লিক করুন
show
ব্লিচিং পাউডার এর একটি অণুতে একটি ক্যালসিয়াম পরমাণুর দুটি ক্লোরিন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু থাকে। এর রাসায়নিক নাম ক্যালসিয়াম ক্লোরোহাইপো ক্লোরাইট।
কলিচুন এর উপর দিয়ে 35 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় শুষ্ক ক্লোরিন গ্যাস চালনা করলে ব্লিচিং পাউডার পাওয়া যায়।
ব্লিচিং পাউডারের প্রকৃতি
- ব্লিচিং পাউডারের প্রকৃতির নিচে বর্ণনা করা হলো
- ১. ব্লিচিং পাউডার অনিয়তাকার সাদা গুঁড়ো।
- ২. এটি একটি অজৈব পদার্থ।
- ৩. ব্লিচিং পাউডার থেকে ক্লোরিনের তীব্র গন্ধ পাওয়া যায়।
- ৪. জলীয় বাষ্প শোষণ করে,জলে মেশালে আংশিক জলের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইপোক্লোরাইট উৎপন্ন করে।
- ৫. এসিডের সঙ্গে বিক্রিয়ায় ক্লোরিন উৎপন্ন করে।1 গ্রাম আণবিক ওজনের শুষ্ক ব্লিচিং পাউডারের সঙ্গে পাতলা এসিডের ক্রিয়ায় যে পরিমাণ ক্লোরিন পাওয়া যায়, তাকে প্রাপ্য ক্লোরিন বলে।
- ৬. ব্লিচিং পাউডারের জারণ এবং বিরঞ্জন ধর্ম এই প্রাপ্য ক্লোরিন এর উপর নির্ভর করে।
সোডিয়াম কার্বনেট বা কাপড় কাচা সোডা
ব্লিচিং পাউডারের ব্যবহার
- ব্লিচিং পাউডারের ব্যবহার নিচে বর্ণনা করা হলো
- ১. জীবাণুনাশক হিসেবে জলকে বিশুদ্ধ করতে ব্লিচিং পাউডারের ব্যবহার হয়।
- ২. ক্লোরোফরম প্রস্তুতিতে ব্লিচিং পাউডারের ব্যবহার হয়।
- ৩. কাগজ শিল্পে এবং বস্ত্র বিরঞ্জন করতে ব্যবহার করা হয়।
- ৪. কাপড় কে বিরঞ্জন করতে হলে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ফুঁটিয়ে পরে ব্লিচিং পাউডারের পাতলা দ্রবণে ডুবিয়ে রাখার পর শুকনো করা হয়। উৎপন্ন ক্লোরিন কাপড় কবিরঞ্জন করে।ক্লোরিন মুক্ত করার জন্য কাপড় কে সোডিয়াম কার্বনেট দ্রবনে এবং সোডিয়াম সালফাইট দ্রবণে ডুবিয়ে জল দিয়ে ধুয়ে রাখা হয়।